Dr. Neem on Daraz
Victory Day

গোবিন্দগঞ্জে চিনিকল চালুর দাবীতে অনশন কর্মসূচি 


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২১, ০৪:১৭ পিএম
গোবিন্দগঞ্জে চিনিকল চালুর দাবীতে অনশন কর্মসূচি 

ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনশন কর্মসুচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে গাইবান্ধার রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালন করেছে।

আখচাষী, চিনিকল শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে উক্ত কর্মসূচি পালন করা হয়।

চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক এমএ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মিলনকান্তি সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জাসদের সভাপতি সেকেন্দার আলী, উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, আখচাষী কল্যাণ ফেডারেশনের নেতা জিন্নাত আলী প্রধান, আতোয়ার হোসেন নান্নু, মুকুল হোসেন, জহুরুল ইসলাম, লুৎফর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেলা ১১ থেকে শুরু হওয়া উক্ত অনশন কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে।

এরপর নেতৃবৃন্দকে শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান প্রবীণ আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান। অনশন চালাকালে বক্তারা দেশীয় শিল্প ধ্বংসের সকল অপচেষ্টা রুখে দিতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

তাঁরা অবিলম্বে গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল সহ বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল চালুর ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে