Dr. Neem on Daraz
Victory Day

সুনামগঞ্জে ৭ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ


আগামী নিউজ | হাসান আলী,সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২১, ০৩:৩২ পিএম
সুনামগঞ্জে ৭ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ

ছবি: আগামী নিউজ

সুনামগঞ্জ: সরকারিভাবে কর্মপ্রত্যাশীদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালুসহ সাতদফা দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে যুব ইউনিয়ন।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে শহীদ মিনার চত্বরে এই কর্মসুচী পালিত হয়। 

সংগঠনের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে ও যুব নেতা মনির হোসেন দূর্জয়ের পরিচালনায় উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি'র সভাপতি কমরেড চিত্তরঞ্জন তালুকদার, জেলা মহিলা পরিষদের বিপ্লবী সভাপতি গৌরী ভট্রাচার্য,  সিপিবি'র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনাম আহমেদ, যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য ও সিলেট যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, যুব নেতা শাহ্ কামাল,  জেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন,জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার প্রমুখ।

এতে বক্তারা বলেন,যুবদের কাজের ব্যবস্থা করতে না পারলে বেকার ভাতার দাবি। সরকারিভাবে কর্মপ্রত্যাশীদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু করতে হবে এবং নিবন্ধিত যুবদের এক বছরের মধ্যে কাজের ব্যবস্থা করতে। অন্যথায় পরবর্তী দুই বছর বেকার ভাতা দিতে হবে। ভাতা চলাকালীন যুবদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 

বক্তারা আরো বলেন,দেশের বিদ্যমান বিপুল বেকার জনগোষ্ঠীর সাথে নতুন করে যুক্ত হওয়া করোনাকালীন কর্মহীন হয়ে পড়া যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসূচি থেকে সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ সংকট দূর করা, আউটসোর্সিং নিয়োগ বাণিজ্য বন্ধ এবং ঘুষ ছাড়া চাকরির নিশ্চয়তার দাবি করতে হবে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে