Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহে পুলিশ সুপারের সুরক্ষা সামগ্রী বিতরণ


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২১, ০৩:৪২ পিএম
ময়মনসিংহে পুলিশ সুপারের সুরক্ষা সামগ্রী বিতরণ

ছবি: আগামী নিউজ

ময়মনসিংহ: করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ময়মনসিংহে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর বিভিন্নস্থানে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

সোমবার (১৫ মার্চ) নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিকমোড়ে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আহামার উজ্জামান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) শাজাহান মিয়া ও জয়িতা শিল্পী, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবি ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার সবাইকে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য মাস্ক পরিধান এবং নিয়মিত হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে