Dr. Neem on Daraz
Victory Day

নদীর জীবন বাঁচানোর দাবী


আগামী নিউজ | একে সাজু,নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২১, ০৭:৫৭ পিএম
নদীর জীবন বাঁচানোর দাবী

ছবি: আগামী নিউজ

নওগাঁ : আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে নওগাঁর ছোটযমুনাসহ দেশের সকল নদীদখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচানোর দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মার্চ) বিকেল ৫ টার দিকে শহরের ব্রীজ মোড় এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাপা’র সদস্য প্রতাপ চন্দ্র সাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা’র সভাপতি মর্তুজা রেজা, সধারণ সম্পাদক রফিকুল ইসলাম, একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী, বাপার সদস্য দিন আলী পিন্টু, আপরোজা প্রমুখ

এ সময় বক্তারা নদীতে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধের পাশাপাশি নদী দখল মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে