কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলার ঈশ্বরদী পাগলাবাবার ধামের উদ্যোগে শিব চতুর্দশী উপলক্ষে শোভাযাত্রা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে অনুষ্ঠিত শোভাযাত্রা ও পুণ্যস্নানে অংশগ্রহণ করেন ঈশ্বরদী পাগলা বাবার ধামের বাবা ভোলানাথের প্রধান ভক্ত হৃদি বিশ্বাস, জানিপুর ইউপি সদস্য দেব প্রসাদ বিশ্বাস মাইকেল, সন্যাসী কৃষ্ণ সরকার , রথিন সরকার, পানু সরকার, নব সরকার, সুমন কুমার মন্ডল, মৃনাল বিশ্বাস প্রমুখ।
শোভাযাত্রাটি ঈশ্বরদী পাগলা বাবার ধাম থেকে শুরু হয়ে ঈশ্বরদী, ইচলাট, খাগড়বাড়ীয়া, একতারপুর, চরবিহারিয়া গ্রাম প্রদক্ষিন করে চরবিহারিয়া শ্মশান ঘটে এসে শেষ হয়। শোভাযাত্রায় পাংশা হাট বনগ্রাম থেকে এক দল বাদক জয়ঢাক বাজাতে অংশগ্রহণ করে।
শোভাযাত্রায় পাঁচশতাধিক নারী-পুরুষ ভক্ত অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে সিরাজপুর হাওর নদীর চরবিহারিয়া শ্মশান ঘাটে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
আগামীনিউজ/মালেক