Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুর চিনিকলে নামলা আখ রোপন উদ্বোধন


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২১, ০৪:২৯ পিএম
ফরিদপুর চিনিকলে নামলা আখ রোপন উদ্বোধন

ছবি: আগামী নিউজ

ফরিদপুর: বৃহত্তর ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র ভারী শিল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া  ‘ফরিদপুর চিনিকলে’ নামলা আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে মিলস গেট সাবজোনের আওতায় ৯ নং ইউটির শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তার সেখের এক একর জমিতে নামলা আখ রোপন করা হয়।

এই কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির। এ সময় মহাব্যবস্থাপক (কষি) মো. রফিকুল ইসলাম, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, সাবজোন প্রধান মাসুদুর রহমান, সিডিএ মনিরুজ্জামান, আখচাষী আব্দুস সেখ প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ফরিদপুর চিনিকল বন্ধ না হওয়ার আশ্বাসে এবং আখ রোপনের উপকরণ-সার, কীটনাশকের অনুমতি পাওয়ায় আখচাষীরা নতুন করে আখ রোপনের উৎসাহ দেখাচ্ছে। 

আখচাষীরা বলেন, চিনিকলটি বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত করে গেছেন। এ মিল বন্ধ হতে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলটি টিকিয়ে রাখলে এ এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে