Dr. Neem on Daraz
Victory Day

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


আগামী নিউজ | মোহাম্মদ শাহ্ আলম, হবিগঞ্জ প্রতিনিধ প্রকাশিত: মার্চ ১১, ২০২১, ০৩:০৮ পিএম
হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ছবি: আগামী নিউজ

হবিগঞ্জ:  জেলার মাধবপুর উপজেলার  মনতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতে চারটি প্রতিষ্ঠানে  সর্বমোট ১৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

তিনি জানান, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী দ্রব্য তৈরী করায় প্রিয় ফুড বেকারীকে  ১৫ হাজার টাকা,  অবৈধভাবে দাহ্য পদার্থ রাস্তায় রাখায় মেসার্স কাসেম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, তামাকজাত দ্রব্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে প্রদর্শন করায় রশিদ ভ্যারাইটিজ স্টোরকে ৫শ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সংকর স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সংবাদ পেয়ে অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে দেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে