Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২১, ০৫:৩৬ পিএম
গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

আগামী নিউজ

গোপালগঞ্জঃ “ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

গোপালগঞ্জে আজ বুধবার কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াছুর রহমান।

কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক আবু মোহাম্মদ রেজাউল করিম, গোপালগঞ্জ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মাঈনুল আহসান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা দালাল চক্রের ক্ষপ্পরে না পড়ে দক্ষ কর্মী হয়ে এবং চাকরির নিশ্চয়তা পাওয়ার পর  দেশের বাইরে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র এই সেমিনারের আয়োজন করে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে