Dr. Neem on Daraz
Victory Day

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহে আটক ১৫


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২১, ০৫:০০ পিএম
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহে আটক ১৫

ছবি: আগামী নিউজ

ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ, শিশু ও দুই দালালসহ ১৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) । মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সীমান্তবর্তী বাঘাডাঙ্গা কাঞ্চনপুর ও লড়াইঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বাড়ি রাজবাড়ি, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।  

বুধবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১০ মার্চ) রাত আটটার দিকে বাঘাডাংগা কাঞ্চনপুর এলাকা দিয়ে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও দুই শিশু নিয়ে দেলোয়ার হোসেন নামে এক দালাল ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও রাজবাড়ি জেলায় বলে বিজিবি সুত্রে জানা গেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট এলাকার দিয়ে ৬ জন নারী ও শিশু ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি দুই দালাল মহেশপুরের অনন্তপুর গ্রামের রিপুন খাতুন (৪২) ও কুসুমপুর গ্রামের সোনা মিয়াকে আটক করে।

আগামীনিউজ/মালেক


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে