Dr. Neem on Daraz
Victory Day

নলছিটিতে সংস্কার কাজ বন্ধ রাখায় সড়ক অবরোধ


আগামী নিউজ | আব্দুর রাজ্জাক সিকদার, ঝালকাঠি প্রতিনিধি  প্রকাশিত: মার্চ ১০, ২০২১, ০৩:১৩ পিএম
নলছিটিতে সংস্কার কাজ বন্ধ রাখায় সড়ক অবরোধ

ছবি: আগামী নিউজ

ঝালকাঠি: নলছিটি-দপদপিয়া সড়কের সংস্কার কাজ শেষ না করে দুই বছর ধরে ফেলে রাখার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

বুধবার (১০ মার্চ) বেলা ৯টা থেকে ১১টা পর্যন্ত কুমারখালি ব্রিজের ওপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধরা। এতে সড়কের দুই পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। 

অবরোধকারীরা জানান, বরিশাল বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নলছিটি-দপদপিয়া সড়কের ৮ কিলোমিটার দুইপাশে প্রসস্তকরণসহ সংস্কার কাজের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ করে সড়ক বিভাগ। দুই বছর আগে ঠিকাদারী প্রতিষ্ঠান কামরুল এন্ড ব্রাদার্সকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের উদাসীনতার কারনে দুই বছর পার হয়ে গেলেও কাজের তেমন কোন অগ্রগতি হয়নি, বরং ভোগান্তি বেড়েছে। সড়কের সংস্কার কাজ শুরু করে পাথর বালি কিছু অংশে ফেলে রাখা ও কিছু খোঁড়াখুড়ি করেছে । এতে করে ধুলা বালিতে নাকাল পথচারিরা। সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। দুই ঘণ্টা পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। 

তারা আরো জানান, যদি অল্প দিনের মধ্যে সড়কে কাজ শুরু করা না হয়, তাহলে কঠোর আন্দোলন করা হবে।

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে