Dr. Neem on Daraz
Victory Day

উলিপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


আগামী নিউজ | মো. জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০৯:০৬ পিএম
উলিপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই স্লোগানে কুড়িগ্রামের উলিপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(৯ মার্চ) বিকেলে উলিপুর পৌরসভার বাকরেরহাট বাজারে বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই হারিছুর রহমান, পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ লিটন, বাকরের হাট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক বদরুল ইসলাম রাজা,বাঁকরের হাট বণিক সমিতির সভাপতি মোহাম্মদ রাজন মন্ডল, পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে জনগনের দ্রুত সমস্যা সমাধান ও আইনি সেবা দেওয়া হচ্ছে। গ্রামগঞ্জে ও চরাঞ্চলের মানুষ দ্রুত পুলিশী সেবা পাচ্ছে। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন দ্রুত পুলিশী সেবা পেতে স্ব স্ব বিট অফিসার অথবা থানা পুলিশের সাথে যোগাযোগ করবেন।

যেকোন জরুরী প্রয়োজনে ৯৯৯এ ফোন করার আহবান জানান তিনি।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে