ফরিদপুর: জেলার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কারখানার বিভিন্ন বিভাগ,আখচাষী মহিলা ডিগ্রি কলেজ, আখচাষী কল্যাণ সংস্থা পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপু।
মঙ্গলবার (৯মার্চ)দুপুর ৩ টার দিকে চিনিকলের অতিথি ভবনে কর্মকর্তা, শ্রমজীবী ইউনিয়নের প্রতিনিধি,আখচাষীদের প্রতিনিধিদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। পরে কারখানা বিভাগের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং বিকাল সাড়ে ৪ টার দিকে আখচাষী কলেজ ,আখচাষী কল্যাণ সংস্থার কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।
এ সময় তার সাথে ছিলেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারন সম্পাদক কাজল বসু ,সহ-সভাপতি মনিরুল ইসলাম, চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা)খালেদ মাহমুদ,মহাব্যবস্থাপক(অর্থ) সামসুল হক,মহাব্যবস্থাপক(প্রশাসন) মো. মিজানুর রহমান, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের অর্থ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, সদস্য সুভাষ কর সহ চিনিকলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিকাল ৫ টার দিকে তিনি কুষ্টিয়া সুগার মিলের উদ্দেশ্যে মধুখালী ত্যাগ করেন।
আগামীনিউজ/মালেক