Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে নারী দিবস পালিত


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৫:০৫ পিএম
ঠাকুরগাঁওয়ে নারী দিবস পালিত

ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁওয়ে  যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে। দিবস উপলক্ষে সোমবার (৮ মার্চ) বেলা ১০টার দিকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য  রমেশ চন্দ্র সেন। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু । ব্ক্তব্য রাখেন ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নব নির্বাচিত মহিলা পৌর মেয়র আনজুমান আরা বন্যা,  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা, ইএসডিও এর সেক্টর কো-অর্ডিনেটর শামীম হেসেন প্রমূখ। 

আলোচনা সভায় নারীদের  অধিকার সুরক্ষা,নারী নির্যাতন রোধ,কর্মক্ষেত্রে নারীর সুযোগ প্রদান সহ নারী অধিকারের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নিরঞ্জন কুমার এর উপস্থাপনায় সরকারি বেসরকারি ১৫ টির বেশী সংগঠন এতে অংশগ্রহণ করে।

আগামী নিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে