যশোর: জেলায় নতুন করে আরও ২হাজার ৬শ’ ৪৫ জন কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন। এই নিয়ে রোববার (৭ মার্চ) পর্যন্ত টিকা নিলেন ৮২ হাজার ২শ’ ১ জন।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোট ৩৬ টি কেন্দ্রে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর আড়াইটার মধ্যে টিকা প্রয়োগ কার্যক্রম চলে। এদিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৮ টি কেন্দ্র থেকে ৪১৩ জন, মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ৬২ জন, যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪টি কেন্দ্র থেকে ২৮০ জন, বিমান বাহিনীর কেন্দ্রে ১৪ জন, পুলিশ হাসপাতালে ১ টি কেন্দ্র থেকে ২০ জন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্রে থেকে ২১০ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ১৪০ জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি থেকে ২০০ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৫৬৬ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২৮০ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২৮০ জন ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র ১৮০ জন জন টিকা গ্রহণ করেন।
মোট টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৫২ হাজার ৯শ’ ৭৯ জন ও মহিলা রয়েছেন ২৯ হাজার ২শ’২২ জন।
আগামীনিউজ/মালেক