Dr. Neem on Daraz
Victory Day
ফেরি ও ঘাট সংকট

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যাত্রী ভোগান্তি চরমে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ১২:০৯ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যাত্রী ভোগান্তি চরমে

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটে প্রতিদিনই যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগেই আছে। চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারী যাত্রী ও চালকেরা। 

আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যেখানে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হত। বর্তমানে সেখানে ১১ থেকে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরির যান্ত্রিক ত্রুটি ও নতুন রুটে ফেরি স্থানান্তরের কারণে এ সংকট দেখা দিয়েছে। 

শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকার মহাসড়কের প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার জুড়ে ৬ থেকে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস যানজটে আটকে থাকতে দেখা গেছে। 

গত সপ্তাহে আরিচা-কাজিরহাট নৌরুটে নতুন ফেরি চলাচলের নৌরুট চালু হওয়ায় দৌলতদিয়া-পাটিুরয়া নৌরুটের দুটি ফেরি সেখানে স্থানান্তর করা হয়েছে। ৪টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। এতে এ রুটে ফেরি সংকট দেখা দেওয়ায় যানবাহন পারাপারের ট্রিপ সংখ্যা কমেছে। 

শুধু ফেরি সংকটই না, রয়েছে ঘাট সংকটও। বর্তমানে দৌলতদিয়ায় ৬টি ফেরি ঘাটের মধ্যে মাত্র ৩টি ফেরি ঘাট সচল রয়েছে। গত দুই বছরে ১, ২ ও ৬ নম্বর ফেরিঘাট ভাঙ্গনের কারণে আজও সচল করতে পারেনি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ফেরিঘাট ও ফেরি সংকটে চরম ভাবে ব্যাহত হচ্ছে যানবাহন পারাপার। 

কয়েকদিন ধরে মহাসড়কে আটকে থেকে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কাঁচামাল ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। তারা জানান, গত ৩ থেকে ৪ দিন ধরে ফেরি সংকটে পণ্যবাহী ট্রাকগুলো মহাসড়কে যানজটে আটকে থেকে নানা ধরনের সমস্যা ও ভোগান্তিতে পড়েছেন, সেই সাথে লোকসান গুনছেন। তাদের মালামাল পৌঁছানো, খাওয়া দাওয়া, রাত যাপন, বাথরুমসহ বিভিন্ন সমস্যায় দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে গেছে। এ দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে ফেরির সংখ্যা বাড়ানো ও যানজট কমাতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, “দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ৩ থেকে ৪টি ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে মেরামত করা হচ্ছে। অন্যদিকে  আরিচা কাজির হাট নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় সেখানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দুটি ফেরি স্থানান্তর করা হয়েছে। যে কারণে দৌলতদিয়ায় ফেরি সংকট রয়েছে। যানবাহনের কৃত্রিম যানজট দেখা দিয়েছে।” তবে ফেরি মেরামত হয়ে আসলে যানজট আর থাকবে না বলে জানান এই কর্মকর্তা। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে