রাজবাড়ীঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ৯টায় জেলা প্রশাসন আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগতিায় এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর হাইস্কুলের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে রাজবাড়ী শহিদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়।
এতে ১০ জন প্রতিযোগী বিজয়ী নির্বাচিত হন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন প্রতিযোগীরা। এরপর সেই অ্যাপসের সহায়তায় তাদের দৌড় প্রতিযোগিতার সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়।
রেলওয়ের মাঠে বিজয়ী ১০ জনকে পুরস্কার, ক্রেস্ট ও একটি প্রত্যয়নপত্র দেয় হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম.এম.শাকিলুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা পরিষদের র্নিবাহী অফিসার ফাইমি মোঃ সায়েফ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/এএস