ছবিঃ আগামী নিউজ
বগুড়াঃ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানের দাবী এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচনের আহবান জানিয়ে বগুড়ায় মানববন্ধন ও শান্তি পদযাত্রা করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে শান্তি পদযাত্রা বের হয়ে সাতমাথায় এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে সংগঠনের কর্মীরা।
এতে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার সভাপতি হাফিজার রহমান মুন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লেবু, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা ইসলাম শিল্পী, সদস্য শফিকুর রহমান মানিক, মেরিনা বেগম, সুজন গাবতলী উপজেলা কমিটির সহ-সভাপতি সাজেদুর রহমান মোহন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, কাহালু উপজেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, শাজাহানপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শৈলী’র নির্বাহী পরিচালক মামুন উল হাসান প্রমুখ।
এতে বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়া পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
আগামীনিউজ/নাসির