Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৫:০৯ পিএম
গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

আগামী নিউজ

গোপালগঞ্জঃ আজ মঙ্গলবার দুপুরে মেয়াদ উর্ত্তীর্ন ও প্যাকেটের গায়ে মূল্য না থাকার দায়ে একটি সারের দোকানসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠনকে ২১ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।

গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজারে অভিযান চালানো হয়।

এসময় ওই বাজারের একটি সারের দোকানে প্যাকেটজাত সারের গায়ে মূল্য তালিকা এবং অপর তিনটি মুদি দোকানে মেয়াদ উর্ত্তীর্ন পণ্য ও মূল্য তালিকা না থাকার দায়ে মোড়কজাত বিধি লংঘন আইনের ৩৭ এর ১৮ ধারায় সরদার এন্টারপ্রাইজ নামে সারের দোকানকে ১৮ হাজার ও অপর তিন মুদি দোকানকে ৩হাজার ৫শ’ মোট ২১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে