খোকসায় পোশাক তৈরি প্রশিক্ষণ উদ্বোধন
আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০২:৫৯ পিএম
সংগৃহীত
কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের শহীদ মুরারী মোহন আনন্দ লোক বিদ্যালয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত ৭ দিনের যুব মহিলা'র "পোষাক তৈরি " প্রশিক্ষণের উদ্বোধনী রবিবার(২২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হবিবর রহমান হবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃআরিফুল আলম, প্রধান শিক্ষক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সহঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাসেম।
পোশাক তৈরি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে একতারপুর এর ২৫ জন যুব মহিলা অংশগ্রহণ করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই যুবসমাজ বিশেষ করে যুবক মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের এ কর্মসূচি অনেক বড় ভূমিকা পালন করে। যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের এই প্রকল্প চলমান রয়েছে।
আগামীনিউজ/এএস