Dr. Neem on Daraz
Victory Day

আলোচিত বসুরহাটে ১৪৪ ধারা জারী প্রশাসনের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:১১ এএম
আলোচিত বসুরহাটে ১৪৪ ধারা জারী প্রশাসনের

সংগৃহীত

নোয়াখালীঃ কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারী করে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জের সমগ্র বসুরহাট পৌরসভা এলাকায় এ আদেশ কার্যকর থাকবে বলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীরের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে।

রোববার রাতে সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্য প্রচার করা হয়। রাতেই বসুরহাট বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গতঃ গত শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার দুপুরে বসুরহাট বাজারের রুপালী চত্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ আহ্বান করে। পরে একই স্থানে পাল্টা দোয়া মাহফিলের আয়োজন করেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আপন  ছোট ভাই। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন এ পদক্ষেপ নিল।

আগামীনিউজ/এসডি 

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে