Dr. Neem on Daraz
Victory Day

শহীদ মিনারে পাঁচ জনের অধিক নয়: সিএমপি


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১, ১১:১২ এএম
শহীদ মিনারে পাঁচ জনের অধিক নয়: সিএমপি

আগামী নিউজ

চট্টগ্রামঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাসের মধ্যে মহান একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিটি সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজনকে শহীদ মিনারের বেদীতে উঠার নির্দেশনা জারী করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি)।
 
সর্ব-সাধারনের মধ্যে সর্বোচ্চ দুইজনকে একসঙ্গে যেতে বলা হয়েছে এই নির্দেশনায়। এছাড়া শহীদ মিনার এলাকায় প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাগ ও সন্দেহজনক কিছু না নিয়ে যেতে বলা হয়েছে।
 
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সুশৃঙ্খল করতে শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।
 
পাশাপাশি একুশে ফেব্রুয়ারি ঘিরে বন্দরনগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
 
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ শনিবার রাত ৯টা থেকে পরদিন শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত লালদিঘীর পাড় সোনালী ব্যাংক, জহুর হকার্স মার্কেট, আমতল, তিনপুল ও বৌদ্ধ মন্দির থেকে শহীদ মিনার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
 
সিনেমা প্যালেস সড়কের দিক থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাইফেল ক্লাব সড়ক হয়ে বের হয়ে আসতে বলা হয়েছে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে