Dr. Neem on Daraz
Victory Day

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও বোমাসহ গ্রেফতার ৭


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৬:১৫ পিএম
সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও বোমাসহ গ্রেফতার ৭

আগামী নিউজ

নারায়নগঞ্জঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার ভোরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরীতে র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রায় ২ মাস যাবৎ কঠোর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই ডাকাত দলকে সনাক্ত করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় ডাকাত দলের ৭ সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো বাবুল হোসেন (৩২), সেলিম (৩২), রিপন ভূঁইয়া (২৬), রবিউল ইসলাম (২৬), আব্দুর রশিদ(৪৫), রফিকুল ইসলাম (৪০), জাবেদ হোসেন (২৯)।
এ সময় তাদেরদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৪টি ককটেল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ি, ও ১টি কোরাবারী উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় স্বর্ণের দোকান টার্গেট করে অতর্কিতভাবে হামলা করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকান লুট করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করে আসছে। স্বর্ণের দোকান ডাকাতির জন্য তারা সন্ধ্যা থেকে দোকান বন্ধের আগ মুহূর্ত পর্যন্ত সময়কে বেছে নেয়। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানে ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে