Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৭:৩১ পিএম
ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ফটো

ঠাকুরগাঁওঃ বাঁশঝাঁড় থেকে আসিফ (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে আসিফের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার একটি বাঁশঝাঁড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আসিফ ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে বলে তথ্য পাওয়া যায়।

প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, কিছুদিন আগে স্থানীয় মহিলা ইউপি সদস্যের ছেলে আল আমিন সাগরের সঙ্গে আসিফের ঝগড়া হয়। মঙ্গলবার দুপুরে আসিফকে ডেকে নিয়ে যায় সাগর। পরে রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি আসিফ। বুধবার সকালে বাঁশঝাঁড়ে তার লাশ পাওয়া যায়। পরিকল্পিতভাবেই আসিফকে হত্যা করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে