চট্টগ্রামঃ দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায় পোশাক শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রোজিনা আখতার (২৫), হাবিবা আখতার (১৮), জাহানারা বেগম (২৪), চম্পা দাশ (২৪), নিলু মজুমদার (৩০), খোরাই জান্নাত (২৩), মো. ইকবাল (৩৪), বিলকিস বেগম (৩২) ও মনোয়ারা বেগম (২৭)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এ,এস,আই মো. আলাউদ্দিন আগামী নিউজকে বলেন, আনোয়ারায় বাস ও ট্রাকের মুখোমেুখি সংঘর্ষে নয়জন পোশাক শ্রমিক আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই কোরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিক।
উল্লেখ্য, এই সড়কটিতে প্রশাসনের নজরধারী না থাকায় চালকদের বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে প্রতিনিয়ত এসব সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
এর আগে চলতি মাসের গত (৭ ফেব্রুয়ারী) একই স্থানে পোষাক শ্রমিকদের বহনকারী একটি গাড়ীকে বিপরীত দিক থেকে আাসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ৯ শ্রমীক গুরুতর আহত হয়।আহত শ্রমীকদের মধ্যে মোহাম্মদ মোস্তফা (২৫) নামে এক পোশাক শ্রমীকের পরদিন মৃত্যু বরন করেন।
আগামীনিউজ/নাসির