Dr. Neem on Daraz
Victory Day

অপহৃত ২ রোহিঙ্গা নেতা উদ্ধার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১, ১০:৪৮ এএম
অপহৃত ২ রোহিঙ্গা নেতা উদ্ধার

ফাইল ফটো

কক্সবাজারঃ জেলার টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী শিবির থেকে অপহৃত পাঁচ রোহিঙ্গা নেতার মধ্যে বাকি দুইজনকেও উদ্ধার করেছে আমর্ড ফোর্স ব্যাটালিয়ান (এপিবিএন)।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বালুখালী ক্যাম্প এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এরাসহ অপহৃত পাঁচ রোহিঙ্গা মাঝিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনএর অধিায়ক তারিকুল ইসলাম।

শুক্রবার রাতে উদ্ধারকৃতরা হলেন ২২ ক্যাম্পের বি-২ ব্লকের নাজর হোসেনের ছেলে হেড মাঝি মো. রফিক (৪২) একই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি আমান উল্লাহ (৪৫)।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিকালে উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের হাকিমপাড়া থেকে সেনাবাহিনীর সহযোগিতায় হেড মাঝি সাব্বির (৪২),  মো. ইউসুপ (৩২) ও আবু মুছাকে উদ্ধার করে এপিবিএন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে