নান্দাইলে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনে জনগণের উল্লাস
আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১, ১১:৪৩ এএম
সংগৃহীত
ময়মনসিংহঃ জেলার নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়ন ও রাজগাতী ইউনিয়ন বাসির দীর্ঘদিনের দীর্ঘ দিনের স্বপ্ন কালীগঞ্জ এবং শুখাইজুড়ি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এ সময় ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুজ্জামান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ জুয়েল, উপজেলা প্রকৌশলী জনাব মোঃ আলামিন সরকার সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাধারণ মানুষ আনন্দ উল্লাস প্রকাশ করতে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করে।
আগামীনিউজ/এএস