বগুড়াঃ মোটর মালিক গ্রুপের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে বগুড়ায় শুরু হয়েছে একাংশের ডাকা পরিবহন ধর্মঘট।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়ার মহাসড়কে দুরপাল্লা ও আন্ত:জেলার বাস পরিবহন বন্ধ রয়েছে। তবে ট্রাক, সিএনজি ও হালকা যান চলাচল করছে।
মঙ্গলবার বিকালে এই ধর্মঘটের ডাক দেন বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তিনি বলেন, হামলায় জড়িতদে গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য গোটা উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে ।
মঙ্গলবার দুপুরে বগুড়ার চারমাথায় মোটর মালিক গ্রুপের অফিস দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় অফিসে অগ্নিসংযোগ, ১২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ভাংচুরসহ তান্ডব চলে। এতে সাংবাদিকসহ ১০জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় ১২জনকে আটক করা হয় ।
এদিকে ধর্মঘট শুরু হওয়ায় বগুড়ার বাইরে এবং অভ্যন্তরীন রুটে বাস না পেয়ে যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে।
আগামীনিউজ/সোহেল