Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে করোনা টিকা প্রদান শুরু


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৮:২৭ পিএম
বালিয়াকান্দিতে করোনা টিকা প্রদান শুরু

আগামী নিউজ

রাজবাড়ীঃ  করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রথম নিজের শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ শাফিন জব্বার।

রোববার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা টিকার উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।  

এসময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত সুমন কুমার আদিত্য, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডাঃ শাফিন জব্বার আগামী নিউজকে বলেন, বালিয়াকান্দি উপজেলায় ৭ হাজার টিকা এসেছে। এর মধ্যে ২৮২ জন রেজিস্ট্রেশন করেছে। প্রথম ধাপে মুক্তিযোদ্ধা, পুলিশ, ব্যবসায়ীসহ ৮২জনকে টিকা দেয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিদিন এই করোনা টিকা দেয়া হবে।

আগামী নিউজকে তিনি আরো বলেন, টিকা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ভিতিকর অবস্থা বিরাজ করছে। আমি নিজেই টিকা নিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা রেজিস্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড -১৯ টিকাদান কেন্দ্রে এসে নির্ভয়ে টিকা গ্রহন করেন এবং অন্যদেরকে টিকা দিতে উৎসাহিত করবেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে