Dr. Neem on Daraz
Victory Day

জাককানইবি‍‍’তে ওয়েবসাইট উদ্বোধন


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর,জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১, ০৬:১৩ পিএম
জাককানইবি‍‍’তে ওয়েবসাইট উদ্বোধন

ছবিঃ আগামী নিউজ

ময়মনসিংহঃ জেলার ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ওয়েবসাইট ‘রিসার্চ জার্নাল অব ফোকলোর’-এর উদ্বোধন করা হয়েছে। এই ওয়েবসাইটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ডিজিটাইজেশনের দিকে আরো একধাপ এগিয়ে গেছে।

সোমবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। 
 
জাককানইবি'এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান ও প্রফেসর ড. আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো.নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড.আহমেদুল বারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর,শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাদা আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির গবেষণা প্রকল্প পরিচালক ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।
 
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ওয়েবসাইট  www.jkkniu.edu.bd
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে