Dr. Neem on Daraz
Victory Day

হরিণাকুন্ডুতে নির্বাচনী সংঘর্ষ, ব্যালটবাক্স তছনছ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১, ০১:৫৩ পিএম
হরিণাকুন্ডুতে নির্বাচনী সংঘর্ষ, ব্যালটবাক্স তছনছ

সংগৃহীত

ঝিনাইদহঃ জেলার হরিণাকুন্ডুতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ  ও হামলার ঘটনা ঘটেছে। এসময় ২ জন আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় একজনকে কুষ্টিয়া মেডিক্যালে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পরে ৫নং মান্দারতলা-জোড়াকুকুরিয়া সরকারি প্রাথমিক বিদালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। এসময় ভোটকক্ষ ও ব্যালটবাক্স তছনছ করা হয়েছে। স্থগিত করা হয়েছে কেন্দ্রের ভোট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মী ও আ.লীগের প্রার্থীর কর্মীদের সঙ্গে কেন্দ্রের ভেতরে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। বিদ্রোহী প্রার্থী টিপু মল্লিকের সমর্থক-কর্মীরা হঠাৎ কেন্দ্রে ঢুকে পড়ে বলে স্থানীয়দের অনেকে বলছে।

সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, সংঘর্ষে ১ জন গুরুতর আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোঁড়া হয়। বর্তমানে কেন্দ্রটিতে ভোট স্থগিত রয়েছে। সেখানে র‍্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে