Dr. Neem on Daraz
Victory Day

ধর্ষণ মামলার বিচার শেষ এক সপ্তাহে, রায় আজ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ১২:৩১ পিএম
ধর্ষণ মামলার বিচার শেষ এক সপ্তাহে, রায় আজ

ছবি সংগৃহীত

বাগেরহাটঃ জেলায় একটি ধর্ষণ মামলার বিচার শুরুর এক সপ্তাহের মধ্যে শেষ হয়েছে। আজ রায়ের দিন ধার্য করা হয়েছে।

গতকাল রোববার (১৮অক্টোম্বর) বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ মামলার রায়ের জন্য আজকের দিন ঠিক করে দেন।  

মোংলা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের এ মামলার অভিযোগ গঠন করা হয় গত (১২ অক্টোবর)। গতকাল রোববার (১৮অক্টোম্বর)  রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

এ মামলার আসামি আবদুল মান্নান সরদার। সে মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকার প্রয়াত আহম্মদ সরদারের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় পিতৃহারা সাত বছর বয়সী শিশুটি তার মামার বাসায় থাকে। গত (৩ অক্টোবর) বিকালে প্রতিবেশী আবদুল মান্নান সরদার বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই দিন রাতেই মেয়েটির মামা মোংলা থানায় আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই বিশ্বজিত মুখার্জি গত (১১ অক্টোবর) আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রণজিৎ কুমার মণ্ডল এ বিষয়ে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে– কোনো ধর্ষণের ঘটনায় আসামি সঙ্গে সঙ্গে ধরা পড়লে ১৫ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা যাবে। এই শিশু ধর্ষণের মামলাটি তারই প্রমাণ।

 আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে