Dr. Neem on Daraz
Victory Day

লঞ্চে সন্তান জন্ম : আজীবন যাতায়াত ফ্রি


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০, ০১:৪৩ পিএম
লঞ্চে সন্তান জন্ম : আজীবন যাতায়াত ফ্রি

ছবি সংগৃহীত

বরিশালঃ জেলায় গত শনিবার (০৩অক্টোম্বর) রাতে ঢাকা থেকে অ্যাডভেঞ্চার-৯ নামে নিজাম শিপিং লাইন্সের একটি লঞ্চে স্বামীর সঙ্গে ২১০ নম্বর কেবিনে বরিশালে আসছিলেন সন্তানসম্ভবা এক নারী। রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর কোল আলোকিত করে লঞ্চে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। তাৎক্ষণিক নবজাতকের নাম রাখা হয় নুসাইবা। খবর পেয়ে নবজাতককে দেখতে ভিড় করেন লঞ্চের যাত্রীরা। এ সুখবরটি লঞ্চের মালিক ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মোহম্মদ নিজাম উদ্দিনের কাছে পৌঁছলে তিনি নবজাতকের পরিবারের জন্য ফুল ও মিষ্টি পাঠান। এ সময় কন্যা সন্তান ও তার বাবা মায়ের জন্য অ্যাডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দেন তিনি।
জানা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মো. ফোরকান হাওলদার তার সন্তানসম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে অ্যাডভেঞ্চার লঞ্চে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত ১০টার দিকে ফাহিমা বেগমের প্রসব বেদনা ওঠে। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানানোর পরে যাত্রীদের মধ্য থেকে এ কাজে পারদর্শী এক নারীকে নিয়ে আসা হয় লঞ্চের ২১০ নম্বর কেবিনে। কিছুক্ষণের মধ্যেই ওই নারীর কোল আলোকিত করে জন্ম নেয় কন্যা সন্তান। এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেন লঞ্চের সুপারভাইজার মো. সাইফুল ইসলাম।
মো. ফোরকান হাওলাদার বলেন, লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজীবন অ্যাডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক নিজাম উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। লঞ্চমালিক নিজাম উদ্দিন বলেন, বিমানে সন্তান জন্ম নিলে যদি যাতায়াত ফ্রি করা হয়, তাহলে আমরা কেন পারব না। আমাদের এ ধরনের মানসিকতা তৈরি করতে হবে। লঞ্চে ওই নারীর সন্তান জন্মদানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমি তাদের পরিবারের লঞ্চযাত্রা আজীবন ফ্রি করে দিয়েছি।

আগামীনিউজ/জেহিন

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে