Dr. Neem on Daraz
Victory Day

কালকিনিতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু


আগামী নিউজ | মাসুদ রেজা ফিরোজী, জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০, ০৫:৫৯ পিএম
কালকিনিতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

মাদারীপুরঃ জেলার কালকিনিতে রাতের আধারে লাইটের আলো দিয়ে মাছ শিকার করতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আমিন হাওলাদার (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আমিন উপজেলার পৌরসভার ৩নং এলাকার বাসিন্দা। সে ওই এলাকার ডাক বাংলো মার্কেটের চায়ের দোকানদার ও চানমিয়া হাওলাদার এর ছেলে।

জানা যায়, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার বাড়ির পাশের জমিতে পানি জমে থাকায় মাছ শিকার করার জন্য আমিন ওই জমিতে মাছ শিকার করতে ছিলেন।

হঠাৎ পানির মধ্যে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়তে পড়তে বাড়িতে গিয়ে সবাকে জানালে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে