Dr. Neem on Daraz
Victory Day

সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ০২:০৩ পিএম
সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫

ফাইল ছবি

ঢাকাঃ সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নয়াগাঁও রাস্তার ফটকের সামনে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে এক নারীসহ আরও চার যাত্রী আহত হন। গোলাপগঞ্জ উপজেলার নয়াগাঁওয়ে বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলার জৈন্তাপুর উপজেলার জালাল উদ্দিন (৫০), তার স্ত্রী রোশনা বেগম (৪০),  গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার লিটন আহমদ (২৭)। তবে আহত অন্য দু’জনের নাম-পরিচয় পাওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কায়স্থগ্রাম-নয়াগাঁও রাস্তার ফটকের সামনে একটি পিকআপ ও নম্বরবিহীন একটি অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাতে থাকা ৫ যাত্রী আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অন্য দু’জন অন্যত্র চিকিৎসা নেন।

সড়ক দুর্ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছেন জানিয়ে গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে