Dr. Neem on Daraz
Victory Day
পানিবন্দী ৩০ হাজার মানুষ

ধরলার পানি বিপদসীমার ৩৪ সে:মি: উপরে


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ০৩:৫০ পিএম
ধরলার পানি বিপদসীমার ৩৪ সে:মি: উপরে

সংগৃহীত

গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে  কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে ধরলা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে দ্রুত পানি বাড়ছে দুধকুমার নদে। এছাড়া ব্রহ্মপুত্র, তিস্তা এবং গংগাধরেও পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও উলিপুর উপজেলার প্রায় অর্ধশত চর এবং নিম্নাঞ্চল  প্লাবিত হয়েছে।

এসব এলাকার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে । শত শত একর রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পানি দীর্ঘস্থায়ী হলে এসব আমন ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশংকা করছে কৃষক।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড  জানিয়েছে আগামী ২-৩ দিন পানি আরো বাড়তে পারে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে