ঢাকাঃ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হাসান মির্জা।বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যানের ছোট ভাই ওহেদুজামান (পলু)।
তিনি জানান, তার বড় ভাই দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন। গত রোববার তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ওইদিন সকালে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনা রির্পোটে পজিটিভ আসে। সন্ধ্যায় তার অবস্থা গুরতর হলে তাকে লাইফ সার্পোটে নেয়া হয়। গত সোমবার (০৭ সেপ্টেম্বর) ভোররাত ৫টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জান মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
আবু হাসান মির্জা উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল মিঞা শোভন বলেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবু হাসান। নমুনা পরীক্ষায় ওই রাতেই তার করোনা ভাইরাস পজেটিভ আসে। এরপর লাইফসাপোর্টে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহুল ইসলাম বলেন, করোনায় মৃত্যুবরণ করা চেয়ারম্যান আবু হাসান মির্জার মরদেহ ঢাকা থেকে আনা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফনের প্রস্তুতি চলছে।
আগামীনিউজ/মিথুন