Dr. Neem on Daraz
Victory Day

কোটি টাকার হেরোইনসহ কাউন্সিলর আটক


আগামী নিউজ | রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২০, ০৯:১৪ পিএম
কোটি টাকার হেরোইনসহ কাউন্সিলর আটক

ছবি; সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরকে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার (২১ আগস্টসকালে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

ওই কাউন্সিলরের নাম, মোফাজ্জল হোসেন মোফাকে (৫৭)। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে এবং গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহীর মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্পের একটি দল সকালে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে গ্রেফতার করে। এ হেরোইনের বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে।

গ্রেতারের পর সকালেই কাউন্সিলরকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায় শীর্ষ কাতারে ছিলো মোফাজ্জল হোসেনের নাম।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে