Dr. Neem on Daraz
Victory Day

রাজবাড়ীতে ফের বাড়ছে পানি


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২০, ০৪:৩৬ পিএম
রাজবাড়ীতে ফের বাড়ছে পানি

সংগৃহীত

রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে পদ্মার পানি কমলেও শনিবার পুনরায় পানি বাড়তে শুরু করেছে। ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। যা জেলার দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, নতুন করে পানি বাড়তে থাকায় পদ্মার নিম্নাঞ্চল ফের প্লাবিত হতে শুরু করেছে। পানি বাড়তে থাকায় সাধারণ মানুষের ফসলি জমি ও বাড়ি ঘরের আঙ্গিনায় পানি আসতে শুরু করেছে। পানি বাড়ায় ফসলি জমিতে আবার পানি ওঠায় তারা এখন নতুন করে ফসল এবং গবাদি পশুর খাবার নিয়ে বিপাকে।

পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, নদীতে স্রোত থাকায় ভাঙনও দেখা দিয়েছে। জেলার পাংশার হাবাসপুর, শাহমিরপুর, রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়ী, মহাদেবপুর, গোয়ালন্দেও দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙন দেখা দিয়েছে। তারা প্রস্তুত আছেন, নদী ভাঙনরোধে জরুরি কাজ তারা করবেন বলে জানান।

আগামী নিউজ/জাহাঙ্গীর/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে