Dr. Neem on Daraz
Victory Day

সন্ত্রাসীদের গুলিতে মা নিহত, ছেলে আহত


আগামী নিউজ প্রকাশিত: জুলাই ১১, ২০২০, ০৯:৩৬ এএম
সন্ত্রাসীদের গুলিতে মা নিহত, ছেলে আহত

প্রতীকী ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সামুক ঝিড়িতে জুম চাষ করে নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তার সাত বছরের ছেলে আহত হয়েছে।

নিহত শান্তিলতার বাড়ি উপজেলার নাথিং ঝিড়ি এলাকায়। আহত শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ৩৪ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। নিহত শান্তিলতার মরদেহ রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

নিহতের স্বামী রাংগোয়াই তঞ্চঙ্গ্যা বলেন, জুম চাষ শেষে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলাম। এ সময় সামুক ঝিড়ি এলাকায় আসলে আমি আমার স্ত্রী ও সন্তানকে সামনের দিকে এগোতে বলে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাই। এময় সময় হঠাৎ করে গুলির শব্দ শুনি। তাড়াতাড়ি গিয়ে দেখি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে স্ত্রী-সন্তান। পরে তাদেরকে স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

উপজেলার নাথিং ঝিড়ি এলাকার বাসিন্দা খোকন তঞ্চঙ্গ্যা বলেন, হঠাৎ গুলির আওয়াজ শুনে গ্রামবাসীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকে গ্রাম ছেড়ে পাশের পাহাড়ে আশ্রয় নেন। পাহাড়ের গাছের ফাঁক থেকে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। তবে তারা কী পোশাক পরিহিত ছিল সেটি ভালো করে দেখা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির।

আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে