Dr. Neem on Daraz
Victory Day

ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি, ভুয়া চিকিৎসকের জরিমানা


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ১০:৫২ পিএম
ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি, ভুয়া চিকিৎসকের জরিমানা

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও: জেলার হরিপুরে ভেজাল ওষুধ তৈরি, বিক্রি ও সরবরাহের অভিযোগে হাকিম মো. আব্দুল হাই (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জেলার হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামে র‌্যাব -১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুর এর অধিনস্ত লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি সামুয়েল সাংমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসকসহ আটকৃত ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জনসন্মুখে ধংস করা হয়।

হাকিম আব্দুল হাই দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার নামে ভেজাল ওষুধ প্রস্তুত, বিক্রি, সরবরাহ করেছিলেন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের মৃত সামসুল হকের ছেলে।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩। 

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে