করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে নার্সসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দু’জন সিলেট জেলার ও একজন সুনামগঞ্জের।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই হাসপাতালের নার্স নাসিমা পারভীন। এর আগে রাতে ময়মুন নেছা নামে আরেক নারীর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।
শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, নার্স নাসিমা পারভীন ও ময়মুন নেছা করোনা আক্রান্ত ছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়াতে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ময়মুন রাতে ও নাসিমা সকালে মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
সূত্র জানায়, গত ৫ এপ্রিল থেকে এ যাবৎ সিলেটে মারা যাওয়া ৯০ জনের মধ্যে ৭০ জনই সিলেটের। সুনামগঞ্জের আটজন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ছয়জন করে।
আগামীনিউজ/জেএফএস