Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে ট্রাকচাপায় শিশু নিহত


আগামী নিউজ | ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২০, ১২:৪১ পিএম
ঝিনাইদহে ট্রাকচাপায় শিশু নিহত

সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রিমা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বলিদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হাসানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা। দ্রুত গতিতে আসা যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাক চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রিমা।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

আগামীনিউজ/বুরহান/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে