Dr. Neem on Daraz
Victory Day

নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২০, ১০:১৩ পিএম
নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালী জেলায় পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিভিন্ন সময় এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ উপজেলার কাদরা ও অর্জুনতলা ইউনিয়নে পানিতে ডুবে খাদিজা আক্তার (২) ও জান্নাতুল ফেরদাউন প্রকাশ রুপা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  খাদিজা উপজেলার কাদরা ইউনিয়নের কাদরা গ্রামের শহিদ উল্ল্যার মেয়ে এবং জান্নাতুল ফেরদাউস প্রকাশ রুপা উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের মো. আইয়ুবের মেয়ে।

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ওই দুই শিশু খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের নিজ নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তাদেরকে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে ওই এলাকাগুলোয় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সেনবাগ থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেনি।

অপরদিকে, সুবর্ণচর উপজেলার নঙ্গোলিয়া ভূমিহীন বাজারে পানিতে ডুবে চার বছরের শিশু মিমি মারা গেছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মিমি চর নঙ্গোলিয়া ভূমিহীন বাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে।

এলাকাবাসী জানায়, পরিবারের সদস্যরা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তাদের অজান্তে কোনো এক সময় পানিতে পড়ে ডুবে যায় মিমি। পরে খোঁজ করে তার মরদেহ পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগামীনিউজ/জাগো/জেএফএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে