Dr. Neem on Daraz
Victory Day

মাশরাফি ও নির্মলসহ সকলের করোনামুক্তি কামনায় দোয়া 


আগামী নিউজ | নড়াইল প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২০, ১০:৪৯ এএম
মাশরাফি ও নির্মলসহ সকলের করোনামুক্তি কামনায় দোয়া 

দোয়া মাহফিল

নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহসহ দলীয় নেতাকর্মীদের করোনামুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবকলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার (২১ জুন) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম মুকুল, শেখ রিয়াজ মাহমুদ মিশাম ও সামিউল আলম সজিব, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়াজিন লিটুসহ সংগঠনের নেতাকর্মীরা। 

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফির বন্ধু সৌমেন বসু বলেন, গত ১৮ জুন রাত থেকে মাশরাফি জ্বর অনুভব করেন। পরেরদিন শুক্রবার বিকালে ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান। গত শনিবার বিকালে তার করোনা রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। মাশরাফি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি। 

এর আগে গত ১৫ জুন মাশরাফির শাশুড়িসহ ওই পরিবারের তিনজন করোনা আক্রান্ত হন। তারা চিকিৎসাধীন আছেন।

আগামীনিউজ/ফরহাদ/জেএফএস 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে