Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২০, ০৪:১৪ পিএম
বগুড়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাপের কামড়ে শনিবার (২০ জুন) সকালে আরিফুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আরিফুল ইসলাম শাজাহানপুর উপজেলার জালশুকা উত্তরপাড়া গ্রামের বাদশা প্রামানিক এর ছেলে এবং উপজেলার জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে সে তার শয়নকক্ষে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে মেঝেতে পা রাখলে সাথে সাথে তাকে সাপ কামড় দেয়। ভোর ৬ টার দিকে তার অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

আগামীনিউজ/নাহিদ/জেএস
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে