Dr. Neem on Daraz
Victory Day

দুর্যোগে দিশেহারা সুন্দরবনের পেশাজীবীরা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২০, ০১:৪৫ পিএম
দুর্যোগে দিশেহারা সুন্দরবনের পেশাজীবীরা

ফাইল ছবি

আইলা, সিড়র, ফণি, বুলবুল ও সাম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফান। একের পর পর প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা সুন্দরবন কেন্দ্রিক পেশাজীবীরা। একটি দুর্যোগের পর বিধ্বস্ত হয়ে পূনর্বাসিত হওয়ার আগেই আরেকটি দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবন ও জীবিকার উপর প্রভাব পড়েছে সুন্দরবনের উপর নির্ভরশীল উপকূলীয় অঞ্চলের এসব পেশাজীবীদের।

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ভুরুলিয়া ইউয়নের কাটিবারহল গ্রামের বাসিন্দা আনিসুর রহমানের ছেলে আব্দুর রহমান। তিনি সুন্দরবনের ফুল থেকে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করেন। সুন্দরবন উপকূল নীলডুমুর বাজার এলাকায় মৌমাছির ১৯৫টি বাক্স পেতেছিলেন মধু সংগ্রহ করতে। তবে সাম্প্রতি ঘটে যাওয়া আম্ফানে ও বাঁধ ভেঙে নদীর পানিতে ভেসে গেছে ১০০ মৌমাছির বাক্স। হারিয়েছেন মৌমাছিও। পুঁজি হারিয়ে পথে বসেছেন এই মৌচাষী।

বন বিভাগের তথ্য মতে, সাতক্ষীরার উপকূলীয় এলাকায় সুন্দরবনের নদীতে জাল দিয়ে মাছ ধরা, সুন্দরবনে গিয়ে মধু সংগ্রহ করা, কাকড়া আহরণ ও গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮ হাজার ৪৭০ উপকূলীয় বাসিন্দা। এর মধ্যে সুন্দরবনে মাছ ধরার জন্য বোর্ড লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) রয়েছে ১০২০টি। প্রতি বিএলসিতে রয়েছেন তিনজন জেলে। মোট মাছ ধরা জেলে রয়েছেন ৩০৬০ জন। কাকড়া ধরার জন্য বিএলসি রয়েছে ১৭৯০টি। প্রতি বিএলসিতে দুইজন জেলে। মোট রয়েছেন ৩৫৮০ জন। এছাড়া মধুর বিএলসি রয়েছে ২৬০টি। প্রতি বিএলসিতে মৌয়াল ৬ জন। সে হিসেবে মোট মৌয়াল ১৫৬০ জন। তাছাড়া সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করার জন্য রয়েছে ৪৫টি বিএলসি। প্রতি বিএলসিতে ৬ জন। গোলপাতা সংগ্রহ করেন ২৭০ জন।

সাম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানে তিনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সুন্দরবনের উপর নির্ভরশীল এসব পেশাজীবী মানুষ। কারো নদীতে মাছ ধরার জাল নষ্ট হয়ে গেছে, কেউবা হারিয়েছেন নৌকা, সম্বল হারিয়েছেন মধু সংগ্রহকারী মৌয়ালরা, কেউ হারিয়েছেন মাথা গোজার ঠাঁই। পুঁজি হারিয়ে পথে বসেছেন অধিকাংশ বনজীবী।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে