Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২০, ০৯:৪৮ পিএম
কুষ্টিয়ায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান

ফাইল ছবি

কুষ্টিয়ায় এপি লিমিটেড নামে একটি নকল হোমিও ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে শহরের বাবর আলী গেট এলাকার ওই কারখানায় অভিযান চালানো হয়।তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নকল হোমিও ওষুধ তৈরি ও বাজারজাত করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালান কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান। সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ কারখানা মালিক তোহিদুল ইসলামকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তোহিদুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান বলেন, ওষুধ তৈরির ব্যাপারে তোহিদুল ইসলামের কোনো কাগজপত্র নেই। নকল ওষুধ তৈরি ও বাজারজাত করে দীর্ঘদিন লোক ঠকিয়ে আসছেন তিনি।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে