টাঙ্গাইলের মির্জাপুরে দুইজনের মৃত্যুর পর রিপোর্ট এলো করোনা পজিটিভ। তারা হলেন, উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শামছুল ইসলাম (৬০) ও ভাওড়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের সুরজাত আলীর ছেলে শমশের আলী (৬৫)। তাদেরসহ এ উপজেলায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ জনে।
এর আগে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের রেনু বেগম (৫৫) ও বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. খলিলুর রহমান (৫৭) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মির্জাপুরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ এ। জানা গেছে, স্বাস্থ্যকর্মীরা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত ৯ জুন ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১০ জুন ঢাকা ল্যাবে পাঠান। এতে বুধবার ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।বুধবার নতুন করে আক্রান্ত ১৪ জনের বাড়ি মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার রোড, পুষ্টকামুরী, ভাবখন্ড, গোড়াই, চান্দুলিয়া ও হাড়িয়া গ্রামে।
এদিকে মির্জাপুরে করোনাভাইরাস সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে মির্জাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ১৯ জন আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার থেকে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
আগামীনিউজ/জেএস