Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দি সদর ইউনিয়ন ‍‍`রেড জোন‍‍` ঘোষণা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২০, ০৫:০৮ পিএম
বালিয়াকান্দি সদর ইউনিয়ন ‍‍`রেড জোন‍‍` ঘোষণা

প্রতিকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ সংশ্লিষ্ট চারজন করোনা সনাক্ত হওয়ায় হাসপাতালটির জরুরি বিভাগের সেবা ব্যতীত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, সোমবার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নকে 'রেড জোন' হিসেবে ঘোষণা করেছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার জানান, উপজেলায় এখন পর্যন্ত ২৫ জন ও রবিবার হাসপাতালের এক চিকিৎসক, তার বাসার দুই সদস্য ও হাসপাতালের রাধুনীসহ সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ যাতে আরো ছড়িয়ে না পড়ে সে জন্য সিভিল সার্জনসহ কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের জরুরি বিভাগ ব্যতীত সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন হাসপাতালের সবার নমুনা সংগ্রহ পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, সোমবার বালিয়াকান্দি সদর ইউনিয়নকে 'রেড জোন' হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১২ দিন সকল চায়ের দোকান, হোটেল বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। অফিস ও সোনালী ব্যাংক বন্ধ থাকবে, তবে সীমিত আকারে কার্যক্রম চলবে।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে