Dr. Neem on Daraz
Victory Day

খাদ্যে ভেজাল:  ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের লক্ষ টাকার জরিমানা


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২০, ০৫:০০ পিএম
খাদ্যে ভেজাল:  ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের লক্ষ টাকার জরিমানা

খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে দিনাজপুরে ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা শাখা।

সোমবার ( ১৮ মে) দুপুরে লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি আ.ন.ম. ইমরান খান দ্বয়ের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিনাজপুর জেলা কার্যালয় এর সহকারি পরিচালক মমতাজ বেগম এর সাথে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। সহযোগিতায় ছিলো, জেলার কোতয়ালী থানাধীন পুলহাট এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা পরিশোধ।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী মৎস্য খাদ্য দ্রব্যে জিংক পাউডার মিশ্রণের শাস্তি হিসেবে ‘শফিক ট্রেডার্স’ এর ম্যানেজার মোকাররম হোসেন’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেন।


আগামী নিউজ/ রাকিবুল/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে